Rannaghor Picnic Special: 'রান্নাঘরেও' এবার জমে উঠবে 'পিকনিক' - Rannaghor special episode

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 29, 2021, 1:41 PM IST

'রান্নাঘর'-এও পিকনিক স্পেশাল এপিসোড (Rannaghor Picnic Special)দেখবেন দর্শকরা। খোলা মাঠে গনগনে আঁচে হবে রান্না সঙ্গে থাকবে মজার মজার সব খেলাধুলো। 'দিদি নম্বর ওয়ান'(Didi No. 1 picnic special)-এ চলছে পিকনিক স্পেশাল এপিসোড। বাবার পারলৌকিক ক্রিয়া সেরে সদ্য কাজে ফিরেছেন রচনা বন্দ্যোপাধ্যায়(Rachna Banerjee)। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়(Sudipa Chatterjee) এবং সৌরভ দাস। আর এবার 'রান্নাঘর'-এও পিকনিক স্পেশাল এপিসোড (Rannaghor Picnic Special) দেখবেন দর্শকরা। খোলা মাঠে গনগনে আঁচে হবে রান্না, সঙ্গে থাকবে মজার মজার সব খেলাধুলো। 'দিদি নম্বর ওয়ান'(Didi No. 1 picnic special)-এ চলছে পিকনিক স্পেশাল এপিসোড। বাবার পারলৌকিক ক্রিয়া সেরে সদ্য কাজে ফিরেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) এবং সৌরভ দাস। আর এবার সুদীপার 'রান্নাঘর'-এও শুরু হতে চলেছে পিকনিক। প্রতি পর্বে দুজন সেলেব্রিটি শেফ আসবেন রান্না করতে। থাকবে নাচ, গানের জলসা। শেফদের পাশাপাশি আসবেন বিনোদন দুনিয়ার প্রতিনিধিরাও। বসবে ফুড স্টল। হই-হুল্লোড়ে মেতে উঠবেন অতিথিরা।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.