thumbnail

চারদিন ধরে খাবার পাচ্ছেন না মুড়িগঙ্গার ফ্লাড সেল্টারে আশ্রিতরা !

By

Published : May 27, 2021, 11:11 PM IST

নদীতে প্রবল জলোচ্ছ্বাসের ফলে বাঁধ ভেঙে জল ঢুকেছে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় ৷ তাই সবাই নিরাপদ আশ্রয়ের জন্য সরকারের নির্দেশ অনুযায়ী ফ্লাড সেল্টারগুলিতে আশ্রয় নিয়েছেন মানুষ ৷ কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, এই আশ্রিতরা তিন-চারদিন ধরে কোনও খাবার পাচ্ছেন না ৷ বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি খেতেই কাটাতে হচ্ছে তাঁদের ৷ অনিয়মের এমনই দৃশ্য ধরা পরল গঙ্গাসাগরে মুড়িগঙ্গার ফ্লাড সেল্টারে ৷ বন্যার্তদের অভিযোগ, তাঁদের সময়মতো খাবার দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না ৷ তাঁদের বাড়ি-ঘর সব গিয়েছে এই দুর্যোগে ৷ পূর্ব অভিজ্ঞতা থেকে তাঁদের অনুমান, এই ত্রাণ শিবিরে তাঁদের এখনও দু'মাস থাকতে হবে ৷ কিন্তু খাবার না পেলে তাঁরা এভাবে থাকবেন কী করে ? এই নিয়ে তাঁরা বৃহস্পতিবার বিক্ষোভও দেখান ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.