তুফানগঞ্জ সীমান্তে উদ্ধার প্যাঙ্গোলিন, ধৃত 4 পাচারকারী - Pangoline recovered from Tufangunj
🎬 Watch Now: Feature Video
বাংলাদেশে পাচারের সময় কোচবিহারের তুফানগঞ্জ সীমান্তে প্যাঙ্গোলিনসহ ধরা পড়ল চার পাচারকারী । মঙ্গলবার রাতে BSF ও বনদপ্তরের আধিকারিকরা যৌথ অভিযানে চালিয়ে হাতেনাতে ধরে ফেলে পাচারকারীদের ৷ তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠির কাছে সীমান্তবর্তী এলাকা থেকে পাচারকারীদের আটক করা হয় ৷ পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷