রণক্ষেত্র NRS, বুধবার রাজ্যজুড়ে OPD বয়কটের ডাক ডাক্তারদের - state
🎬 Watch Now: Feature Video
রবিবার NRS হাসপাতালে ভরতি হন ট্যাংরার বাসিন্দা মহম্মদ সইদ । সোমবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ইনজেকশন দেওয়া হয় । অভিযোগ, এরপরেই মৃত্যু হয় তাঁর । এই ঘটনায় রোগীর পরিজনদের সঙ্গে হাতাহাতি হয় চিকিৎসকদের । ঘটনাস্থানে পুলিশ এসে হাসপাতালের গেট বন্ধ করে দেয় । গেটের বাইরে থেকে ইট ছুড়তে থাকে লোকজন । তাতে মাথা ফাটে এক জুনিয়র ডাক্তারের । খবর পেয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে কাজ ফেলে চলে আসেন জুনিয়র ডাক্তাররা । হাসপাতালের গেটের সামনে অবস্থানে বসেন তাঁরা । বিঘ্নিত হয় চিকিৎসা পরিষেবা । ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজ্যজুড়ে সব হাসপাতালে OPD বয়কটের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ।