পাহাড়ের স্থায়ী সমাধান করলে আমরাই করব : মমতা - জলপাইগুড়িতে মমতা
🎬 Watch Now: Feature Video
কয়েকদিন আগেই রাজ্যে ফিরে এসেছেন মোর্চা নেতা বিমল গুরুং । এসেই জানিয়ে দিয়েছেন, একটাও ভোট বিজেপিকে নয় । 2021-এর নির্বাচনে তৃণমূলকেই সমর্থন করবেন তাঁরা । আর আজ জলপাইগুড়ি থেকে গোর্খাল্যান্ডের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"বিজেপি গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছে । আপনারা কটা গোর্খাল্যান্ড পেয়েছেন । পাহাড়ের ভাই-বোনেরা বুঝেছে বিজেপির প্রতিশ্রুতি মানেই প্রতারণা । পাহাড়ের স্থায়ী সমাধান করলে আমরাই করব ।"