খাবারের খোঁজে গ্রামে দাঁতাল - ঝাড়গ্রাম হাতি
🎬 Watch Now: Feature Video
ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কেঁদডাংরি গ্রাম পঞ্চায়েতের পড়শুলি গ্রামে একটি হাতিকে দেখা গেল বাড়ি বাড়ি গিয়ে খাবারের খোঁজ করতে ৷ স্থানীয় সূত্রের খবর, 15-20 দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতিটি ৷ খাবারের সন্ধানে কখনও কখনও জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে হানা দেয় সে ৷ আজও সকালে পড়শুলি গ্রামে খাবারের খোঁজে হানা দেয় ৷ এরপরই গ্রামের কয়েকজনের বাড়িতে খাবারের খোঁজে দরজায় দরজায় ধাক্কা মারে ৷ স্থানীয় বাসিন্দারা ভয়ে আতঙ্কিত হয়ে দরজা , জানালা সব বন্ধ করে দেয় ৷ পরে একজনের বাড়ির উঠোন থেকে ধানের বস্তা বের করে খেয়ে নেয় হাতিটি ৷ এই বিষয়ে ঝাড়গ্রামের DFO বাসবরাজ হলাইচি বলেন , "ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া জঙ্গলে প্রায় 12 থেকে 13 টি হাতির একটি দল রয়েছে ৷ খাবারের খোঁজেই জঙ্গল থেকে হাতিটি গ্রামে ঢুকে পড়ে ৷ খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা হাতিটিকে পুনরায় জঙ্গলে পাঠিয়ে দেয় ৷"
Last Updated : Jan 10, 2020, 7:57 PM IST