14 ফেব্রুযারি জন্ম, চিড়িয়াখানায় জেব্রা শাবকের নাম হল ভ্যালেন্তিনা - চিড়িয়াখানা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 18, 2020, 2:33 AM IST

সদ্য জন্মেছে সে ৷ কখনও টলমল করে হেঁটে যাচ্ছে মায়ের আদর খেতে, কখনও আবার লাফিয়ে ঝাঁপিয়ে জানান দিচ্ছে অস্তিত্ব । ছোটো মেয়ের সেই খুনসুটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে মা অন্তরা । আদরের ভ্যালেন্তিনাকে নিয়ে এখন মশগুল চিড়িয়াখানার কর্মীরা । নামটাও তাঁরাই দিয়েছেন। ভ্যালেন্টাইন'স ডের দিনে জন্মেছে যে এই জেব্রা শাবক ৷ তাকে নিয়ে চিড়িয়াখানায় এই মুহূর্তে জেব্রার সংখ্যা দাঁড়াল 5 । আর এ মাসের শুরুর দিনে মাদাস্কাসের প্রাণী রিংটা লেঙুর জন্ম দিয়েছে দুই শাবকের ৷ এখনও পর্যন্ত তাদের প্রকাশ্যে আনা হয়নি । তবে দিন কয়েক পরেই সাধারণ দর্শকরা চাক্ষুষ করতে পারবেন ভ্যালেন্তিনা এবং দুই শিশু লেঙুরকে । এমনটাই জানালেন চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.