দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত 5 পর্যটক - আহত 5 পর্যটক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8962490-967-8962490-1601225600226.jpg)
দিঘা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন 5 পর্যটক ৷ দুর্ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-নন্দকুমার 116 বি জাতীয় সড়কের কাঁথি-মেচেদা বাইপাসের । আজ রাতে একটি হুন্ডাই মাগনা গাড়ির সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ আহত পর্যটকদের কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । স্থানীয়রা কাঁথি থানার খবর দিলে, পুলিশ ঘটনাস্থানে এসে জাতীয় সড়ক যানজট মুক্ত করে ।