শিক্ষার খরচ কমানো, চাকরির দাবিতে মিছিল বাম ছাত্র-যুব সংগঠনের - বামফ্রন্ট
🎬 Watch Now: Feature Video
শিক্ষার খরচ কমানো ও চাকরির দাবিতে বামফ্রন্টের ছাত্র যুব সংগঠনের মিছিল ৷ সিঙ্গুর থেকে নবান্ন মিছিল করে বামপন্থী 12টি ছাত্র সংগঠন । সিঙ্গুরের স্টেশনের কাছে বুড়ো শান্তির মাঠ থেকে মিছিল শুরু হয় ।
বাম ছাত্র সংঠনের দাবি কম খরচে পড়ুক সবাই । পড়ার শেষে কাজ চাই ,কাজ না পেলে বেকার ভাতা । সর্বোপরি সিঙ্গুরের মতো শিল্প চাই । সেই নিয়ে আন্দোলনে সরব হয় সংগঠনের সদস্যরা । এই মিছিলে পা মেলায় DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, সভাপতি মীনাক্ষী মুখার্জি, সারা ভারত SFI-এর সম্পাদক ময়ূখ বিশ্বাস । ভিডিয়ো ...