শব্দবাজি নয়, ফানুস উড়িয়ে পরিবেশ রক্ষার বার্তা শিলিগুড়ির - more fanush
🎬 Watch Now: Feature Video
ক্রমেই বেড়ে চলেছে শব্দবাজির দাপট । যা নিয়ন্ত্রণ করতে প্রতি বছরের মতোই এবছরও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ । কিন্তু তার পরও প্রয়োজন সচেতনতার । মানুষের মধ্যে এই সচেতনতার বার্তা পৌঁছাতেই গতকাল শিলিগুড়ির কাওয়াখালিতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ফানুস উৎসবের । যার ফলে প্রচুর মানুষ এই উদ্যোগে সামিল হয়ে শ'য়ে শ'য়ে ফানুস ওড়ান । দেখুন ভিডিয়ো ....