প্রশাসনিক অনুমতি না পেলেও নাড্ডাজির রোড শো হবে : সায়ন্তন - পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10518077-thumbnail-3x2-wb-pic.jpg)
"দলের সর্বভারতীয় সভাপতির কর্মসূচিতে মালদায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। নাড্ডাজির হেলিকপ্টার ল্যান্ডিং-এর প্রশাসনিক অনুমতি চলে এসেছে। তবে লিখিত আকারে এখনও রোড শো কিংবা বাকি কর্মসূচির কোনও অনুমতি আমরা সরকারিভাবে পাইনি। আমরা আশা করছি, রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই অনুমতি দিয়ে দেবে। তবে তারা অনুমতি না দিলেও কর্মসূচি হবে। ইচ্ছে করেই এই অনুমতি দিতে দেরি করছে। তবে অনুমতি না পেলে আমরা নিজেদের কর্মসূচি পালন করব। পুলিশ প্রশাসন নিজের কাজ করবে।" গতকাল মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এটাই বললেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর ।