Kankalitala Temple : ভক্তের সংখ্যা অনেকটাই কম, কৌশিকী অমাবস্যায় এবার ভিড়হীন কঙ্কালীতলা মন্দির - কৌশিকী অমাবস্যায় এবার ভিড়হীণ কঙ্কালীতলা মন্দির
🎬 Watch Now: Feature Video
কৌশিকী অমাবস্যা উপলক্ষে সতীর 51 পীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির সকাল থেকেই প্রথা মেনে পূজার্চনা ও ভোগ নিবেদন চলে । যদিও, এবার বাদ সেধেছে করোনা আবহ । এর জেরে ভক্তদের সংখ্যা অনেকাংশে কম । অন্যান্য অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যার গুরুত্ব ভক্তদের কাছে অনেক বেশি । কারণ এই অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা । তাই কৌশিকী অমাবস্যায় বীরভূমের সিদ্ধপিঠে তারাপীঠ সহ সতীপীঠগুলিতে ভক্তদের ঢল থাকে চোখে পড়ার মতো । কিন্তু, এবার তা নেই ।