কোরোনা ও গঙ্গাদূষণ রোধে নৌ অভিযাত্রীদের প্রচার - নৌ অভিযাত্রীর প্রচার
🎬 Watch Now: Feature Video
কোরোনা ও গঙ্গাদূষণ রোধে নৌ প্রচার করতে এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংস্থা । খড় হোগলা পাতা ও বাঁশ দিয়ে তৈরি নৌকায় করে মানুষকে সচেতন বার্তা দিতে এগিয়ে আসেন । 11 জন অভিযাত্রীর এই দলে রয়েছেন হাওড়া, হুগলি, দুই 24 পরগনা ও বহরমপুর বিভিন্ন জেলার বাসিন্দা ।