বাংলাদেশের নায়ক-নায়িকারা কি তাহলে বহিরাগত নন ? প্রশ্ন বিজেপি নেতার - চায়ে পে চর্চা
🎬 Watch Now: Feature Video
"বাংলাদেশের নায়ক-নায়িকাদের যখন ভোটের প্রচারে নিয়ে আসা হয়, তখন তাঁদের কেন বহিরাগত বলা হয় না ? আমরা তো এই দেশের ।" তৃণমূলের "বহিরাগত" তত্ত্বের জবাবে বললেন বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । আজ দুর্গাপুরে বিজেপি-র চায়ে পে চর্চা কর্মসূচিতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি ।