বিপর্যস্ত ব্যবসা, কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে নদিয়ার তাঁত শিল্প - প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা
🎬 Watch Now: Feature Video
বিপর্যস্ত শান্তিপুর ও ফুলিয়ার তাঁত শিল্প । ব্যবসায় লাভ নেই তাঁত শিল্পীদের । কোনও ব্যক্তিকে বেচে দিতে হচ্ছে তাঁদের তাঁত । সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা । সঠিক মজুরি পাচ্ছেন না শ্রমিকরা । সরকারি প্রকল্পের সাহায্যে আগে যে সাহায্য তাঁরা পেতেন এখন সেই সাহায্যও পাচ্ছেন না । এমন অবস্থায় কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন শিল্পীরা । আশা করছেন নতুন কোনও প্রকল্প তাঁদের জন্য আনবে কেন্দ্র, ব্যবসায় অবস্থা ফিরবে ।