EVM Malfunction: শান্তিপুরে খারাপ ইভিএম, দীর্ঘ লাইনে অপেক্ষা ভোটারদের - ইভিএম খারাপ
🎬 Watch Now: Feature Video
নদিয়ার শান্তিপুরের 42/এ বাবলা গোবিন্দপুর জুনিয়র বেসিক স্কুলে ইভিএম খারাপ হওয়ায় ভোটদানে বাধা পড়ল । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভোটারদের । যদিও নির্বাচন কমিশনের উদ্যোগে ও প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে নতুন ইভিএম আনা হয় ৷ কিছু সময় বিলম্বের পর আবারও ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে ।