কৃষ্ণা রায়ের দেহ পৌঁছালো কাঁচরাপাড়ার বাড়িতে - Covid 19

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 7, 2021, 11:22 AM IST

12 মে করোনায় আক্রান্ত হন মুকুল রায় এবং তাঁর স্ত্রী কৃষ্ণা রায় ৷ করোনা থেকে সেরে উঠলেও কৃষ্ণা রায় করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন ৷ প্রথমে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল ৷ সেখানে বিবাদ ভুলে দেখা করতে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ কৃষ্ণা রায়ের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ তাই ফুসফুস প্রতিস্থাপনের জন্য তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ 6 জুলাই ভোরে সেখানে প্রয়াত হন তিনি ৷ আজ কৃষ্ণা রায়ের দেহ এসে পৌঁছালো মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে ৷ শোকগ্রস্ত মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশুকে সান্ত্বনা দিতে আর কৃষ্ণা রায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমেছে তৃণমূল নেতার বাড়িতে । এসেছেন সাধারণ মানুষ থেকে নেতা সর্বস্তরের মানুষ ৷ এমনকি আজ মুকুল রায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ নেতার স্ত্রী হলেও কৃষ্ণা রায়ের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক আর দশজন মানুষের মতোই । দুঃসংবাদ আসার পর থেকে শোকের ছায়া নেমেছে এলাকায় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.