উদ্যোগী রাজ, ব্যারাকপুর স্টেডিয়ামে কোভিড হাসপাতালের উদ্বোধন - ব্যারাকপুর স্টেডিয়াম
🎬 Watch Now: Feature Video
জেলায় সংক্রমণের নিরিখে উত্তর 24 পরগনা রয়েছে সবার আগে ৷ আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে শয্যা সংকট রুখতে ব্যারাকপুর স্টেডিয়ামে বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে সেফ হোমের শয্যা সংখ্যা বাড়িয়ে তাকে ছোট কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল ৷ স্টেডিয়ামের কাছেই থাকা টেকনো গ্লোবাল ও বি এন বোস হাসপাতালের সঙ্গে এই কোভিড হাসপাতালকে যুক্ত করা হয় ৷ সোমবার বিধায়ক রাজ চক্রবর্তী সহ ব্যারাকপুর পৌরসভার প্রশাসক, টিটাগড় পৌরসভার প্রশাসক, ব্যারাকপুর ডাঃ বি এন বোস মহকুমা হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য, টেকনো গ্লোবাল হাসপাতালের সিইও শঙ্কু বোস ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজকুমার ভার্মা 100 শয্যার এই ছোট কোভিড হাসপাতাল উদ্বোধন করেন ৷