"যত মত তত পথ", ফের ভিন্ন সুর রাজীবের - কামারপুকুরে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জেলা সাংগঠনিক কমিটি সভা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 11, 2020, 10:55 PM IST

হুগলির কামারপুকুরে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জেলা সাংগঠনিক কমিটির ডাকে এক সভা অনুষ্ঠিত হয়েগেল। বিভিন্ন এলাকা থেকে বহু ব্রাহ্মণ এসে ছিলেন। এদিনের সভায় এসেছিলেন বেচারাম মান্না, বিধায়ক মানস মজুমদার, ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কর্তা শ্রীধর মিশ্র। এদিনের সভায় এসে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি ব্রাহ্মণদের উদ্দেশে বলেন," আমি আপনাদের জন্য আছি। মুখ্যমন্ত্রীকে নিজে বলেছি এদের সকলের জন্য ভাবতে হবে।" পরে তিনি সাংবাদিকদের বলেন," যত মত থাকবে তত ভিন্ন ভিন্ন পথ থাকবে। তাই এই পথে না হলে অন্য পথ দেখতে হবে।" এব্যাপারে সাংবাদিকদের বলেন,"আমি বলেছি , যত মত থাকবে তত ভিন্ন হবে । সুতরাং আমি এটা কোনও রাজনৈতিক কারণে বলিনি। এটা আমি পুরোটাই ঠাকুরকে স্মরণ করেই বলেছি।" এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আজ আমি একটা অরাজনৈতিক সভায় এসেছি। সুতরাং এখান থেকে কোনও রাজনৈতিক কথা বলা আমার নিশ্চিত ভাবে অসুবিধা হবে।" গতকালকের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন," আমি কোনও মন্তব্য করব না। আর আমি এখনও তৃণমূলেই আছি। তৃণমূলের কর্মী।মন্ত্রীসভার সদস্য । সুতরাং এর বাইরে প্রশ্ন করাটাই অবান্তর । আর এর বাইরে আমার কী মনের কথা আছে সেটা তো আমি সংবাদ মাধ্যমে বলব না।" শেষে রাজীব ব্রাহ্মণদের উদ্দেশে বলেন, "সকলে আপনারা আমার সাথে আছেন তো, দেখুন কলকাতা স্তব্ধ করে দেব।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.