উন্নয়ন দমিয়ে রাজনীতির অপরাধীকরণ করেছে তৃণমূল সরকার : গজেন্দ্র সিং শেখাওয়াত - Gajendra Singh Shekhawat
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10034724-280-10034724-1609155233306.jpg)
"উন্নয়ন দমিয়ে রেখে রাজনীতির অপরাধীকরণ করেছে তৃণমূল সরকার । বিভিন্ন স্তরে দুর্নীতির কেন্দ্রীকরণ করা হয়েছে ।" তৃণমূল সরকারকে এভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৷ আজ পানিহাটিতে গৃহ সম্পর্ক অভিযানে আসেন তিনি ৷ সেখান থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন, "ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকার উন্নয়ন দমিয়ে রেখেছে । বাংলার সাধারণ মানুষের উপর বেড়েছে অন্যায়-অত্যাচার । সেই অত্যাচার আর সহ্য করবে না বাংলার মানুষ ।"