Liluah Waterlogging : জলমগ্ন লিলুয়ায় মানুষের দুর্ভোগের কথা শুনলেন মন্ত্রী অরূপ রায় - হাওড়া পৌর নিগম
🎬 Watch Now: Feature Video
লাগাতার বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে রাজ্যের অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা হাওড়া ৷ বর্ষায় জলছবি জেলার চতুর্দিকে । একই পরিস্থিতি হাওড়ার লিলুয়া অঞ্চলেও । জল ঢুকেছে বসতবাড়িতে ৷ সেই জল পেরিয়ে এলাকার বাসিন্দাদের খোঁজ নিতে এলেন হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । শুনলেন এলাকাবাসীর সমস্যার কথা । অভিযোগ শুনে তিনি আশ্বাস দেন কী ভাবে দ্রুত পরিস্থিতি উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ।