বর্ষশেষের চেনা আমেজ উধাও আলিপুর চিড়িয়াখানায় - 2020-এর শেষ দিনে চিড়িয়াখানা ভিড় শূন্য
🎬 Watch Now: Feature Video
প্রতি বছর 31 ডিসেম্বর চিড়িয়াখানায় ভিড় থাকে চোখে পড়ার মতো ৷ কিন্তু এই বছর বাধ সেধেছে কোরোনা সংক্রমণ ৷ তার উপর মিলেছে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন ৷ সব মিলে একপ্রকার চেনা আমেজ উধাও আলিপুর চিড়িয়াখানায় ৷ কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে সচেতনতামূলক প্রচারও করা হচ্ছে । কোরোনাবিধি মেনেই চিড়িয়াখানায় ঘুরছেন সবাই ।