GangaSagar Mela 2022 : গঙ্গাসাগর মেলা ঘুরে দেখলেন হাইকোর্টের নিযুক্ত কমিটির সদস্যরা - members of the committee formed by high court have visited gangasagar melamembers of the committee formed by high court have visited gangasagar mela
🎬 Watch Now: Feature Video
গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে গঠিত কলকাতা হাইকোর্টের বিশেষ কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগর মেলা ঘুরে দেখলেন৷ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও রাজ্যের লিগাল সার্ভিস অ্যাক্ট সেক্রেটারি রাজু মুখোপাধ্যায় এদিন পুণ্যার্থীদের ভিড় ও পুণ্যস্নানে উপলক্ষ্যে রাজ্য সরকারের ব্যবস্থাপনা ঘুরে দেখেন । পুণ্যার্থীরা কতটা কোভিড বিধি মানছেন সেদিকেও নজর ছিল তাঁদের ৷