মাধ্যমিকে চতুর্থ, উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ; সুন্দরবনের 'আলো' মাসুম - masum akhtar
🎬 Watch Now: Feature Video
মাধ্যমিকে চতুর্থ হয়েছিল । উচ্চমাধ্যমিকে দু'ধাপ এগিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করল মহম্মদ মাসুম আখতার । তার প্রাপ্ত নম্বর 496 । সে সুন্দরবন আদর্শ বিদ্যালয়ের ছাত্র । মাসুমের স্কুলের প্রধানশিক্ষক বলেন, "মাধ্যমিকে চতুর্থ হয়েছিল । আমরা জানতাম ও স্ট্যান্ড করবেই । এটা আমাদের সকলের সাফল্য ।" দেখুন ভিডিয়ো...