পুজো উপলক্ষ্য মাত্র, মানুষের পাশে দাঁড়ানোই আসল লক্ষ্য মাস্টার দা স্মৃতি সংঘের - দুর্গাপুজো 2020
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9312121-thumbnail-3x2-kol.jpg)
কোরোনা বহু মানুষের জীবন জীবিকা কেড়ে নিয়েছে । বিষয়টি ভাবিয়ে তুলেছিল কেষ্টপুরের মাস্টার দা স্মৃতি সংঘের দুর্গাপুজোর উদ্যোক্তাদের । সেই ভাবনা থেকেই এবার তাদের স্লোগান "পুজো উপলক্ষ্য মাত্র , মানুষের পাশের দাঁড়ানোই আসল লক্ষ্য ।" আর সেই লক্ষেই এই বছর পুজোর আয়োজন করেছে কেষ্টপুরের মাস্টার দা স্মৃতি সংঘ । সরা, বাঁশের শিল্প , চট ব্যবহার করা হয়েছে মণ্ডপসজ্জায় । উত্তর ও দক্ষিণ 24 পরগনা , বর্ধমান , বীরভূমের শিল্পীদের বানানো শিল্পসামগ্রী এখানে ব্যবহার করা হয়েছে ।