মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে চারাগাছ বিতরণ বর্ধমানে
🎬 Watch Now: Feature Video
চলছে বনমহোৎসব সপ্তাহ । সেইসঙ্গে করোনার দাপট । তাই ছাত্রদের এখন থেকেই সচেতন হতে হবে । ফলে মাধ্যমিকের মার্কশিট নিতে আসা অভিভাবকদের হাতে একটা করে চারাগাছ ও মাস্ক তুলে দিল প্রাক্তন ছাত্রদের সংগঠন 'চিরন্তনী।' মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । দুপুর থেকে স্কুলগুলিতে মার্কশিট দেওয়ার কাজ শুরু হয়। বর্ধমান শহরের মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলে অভিভাবকেরা মার্কশিট নেওয়ার জন্য আসে । এদিকে স্কুলের প্রাক্তনীদের নিয়ে সংগঠন 'চিরন্তনী'-এর পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয় । চিরন্তনীর পক্ষ থেকে জানানো হয়, এমনিতেই করোনা পরিস্থিতির জেরে মানুষ অক্সিজেনের অভাব অনুভব করছে । তাই ছাত্রদের এখন থেকেই সচেতন হতে হবে। গাছ লাগালে প্রাণ বাঁচবে। তাই তাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হল ।