আমি একটু আঁকি, এত হিংসা ! - BJP

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 1, 2020, 10:59 PM IST

মমতা সততার প্রতীক । তৃণমূলের অতিবড় বিরোধী একথা বিশ্বাস না করলেও ঘাসফুলের কর্মী-সমর্থকরা এই মন্ত্রেই বাঁচেন। সরকারি কোনও সাহায্য তিনি যে নেন না তা আগেও অনেকবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের সামনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা আর এই সংক্রান্ত অভাব-অভিযোগের কথা বলতে গিয়ে সরকারি সাহায্য, বেতন, পেনশন ইত্যাদির প্রতি তাঁর মনোভাব ফের একবার ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। বলেন, গত পাঁচ-ছ'বছর পার্লামেন্ট থেকে পেনশন নেননি এক পয়সাও। অনেক সুযোগ-সুবিধা থাকলেও নেন না বর্তমান বেতন। চাটুকুও খান না সরকারের পয়সায়। তাহলে চলে কীভাবে ? তাঁর উত্তর, তিনি বই লেখেন। ছবি আঁকেন। গানের সিডি বানান। তাতেই তাঁর চলে যায়। তাঁর প্রশ্ন, তিনি আঁকেন - তাতে এত হিংসা কীসের!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.