'দুয়ারে সরকার' প্রকল্পের পর 'পাড়ায় পাড়ায় সমাধান' ক্যাম্প, খুশি বালুরঘাটের পৌরবাসীরা - দুয়ারে সরকার প্রকল্পের পর পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প
🎬 Watch Now: Feature Video
রাজ্য সরকারের নতুন উদ্যোগ 'পাড়ায় পাড়ায় সমাধান'। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌর এলাকার এন সি হাই স্কুলে পাড়ায় সমাধান ক্যাম্প বসানো হয়েছে। এদিন ক্যাম্পে নিজেদের অভাব অভিযোগ জানালেন এলাকাবাসীরা। সমাধানের আশ্বাস পেয়ে খুশি তারা। রাজ্যের সাধারণ মানুষের সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে শুরু করা হয়েছিল "দুয়ারে সরকার" কর্মসূচি। দপ্তরে গিয়ে কাজ নয়, সরকারি দপ্তরে উঠে এসেছিল সাধারণ মানুষের কাছে। এবারে রাজ্যবাসীকে পরিষেবা দিতে আরও এক ধাপ এগিয়ে প্রশাসন ৷ পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্পের মাধ্যমে সরাসরি সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর সেই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে পাড়ায় সমাধান ক্যাম্প। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌর এলাকার এন সি হাইস্কুলে ' দুয়ারে সরকার' ক্যাম্প প্রাঙ্গণেই এই 'পাড়ায় পাড়ায় সমাধান' ক্যাম্প বসানো হয়েছে।