"মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার গোরু, কয়লা ও বালি পাচারে জড়িত" - গোরু, কয়লা ও বালি পাচারে জড়িত
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার গোরু, কয়লা ও বালি পাচারে জড়িত। বুধবার উত্তর 24 পরগনার বাদুড়িয়ার দলীয় জনসভার শেষে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। এদিন তিনি সারদা-নারদা নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। সম্প্রতি বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক কাজি আবদুল রহিম দিলু তৃণমূলে যোগদান করেছেন। বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করায় কংগ্রেসের শক্ত ঘাঁটি বাদুড়িয়া বাঁচাতে মরিয়া অধীর। বাদুড়িয়া ব্লক কংগ্রেসের ডাকে বাদুড়িয়া দিলীপ মেমোরিয়াল হাইস্কুলের মাঠে জনসভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। এছাড়া ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান-সহ অন্যান্যরা। সভা শেষে অধীর সাংবাদিকদের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার গোরু, কয়লা ও বালি পাচারে জড়িত। গোরু পাচার যেই করুক, বাইরে থেকে গোরু তো সঙ্গে সঙ্গে বর্ডারে পৌঁছায় না। বর্ডার অনেক দূরে। রাজ্যের উপর দিয়েই এই গোরু পৌঁছায়। রাজ্য পুলিশের তা দেখার কথা। আসলে পাচারের টাকা পুলিশের মাধ্যমে তৃণমূলের রাঘব বোয়ালদের কাছে পৌঁছায়। রাজ্যের যেখানে যা কিছু পাচার চলছে, তার ভাগ যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাছে।" শুভেন্দু অধিকারী সম্পর্কে অধীর বলেন, "শুভেন্দু জনপ্রিয় নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুধু দল ভাঙানোর জন্য ব্যবহার করেছেন। তারপর ধীরে ধীরে তাঁকে পাহাড় থেকে সমতলে নামিয়ে দিয়েছেন। তবে শুভেন্দু এখন কী করবেন, আমি তা জানি না। আমি গণতকার নই।"