"ব্যারাকপুরে এবার হবে বদলা", হুমকি মদন মিত্রর - ব্যারাকপুরে শান্তিমিছিলে মদন মিত্র
🎬 Watch Now: Feature Video
"ব্যারাকপুরে শুরু হয়ে গেল বদলা । দাঙ্গাবাজ, লুটেরাবাজ, অশান্তিবাজদের খতম করার বদলা । ভাটপাড়া থেকে ব্যারাকপুর বদলা বদলা বদলা। গোটা বিটি রোড তেতে আছে । এবার হবে বদলা।" আজ বিকেলে ব্যারাকপুরে শান্তিমিছিল থেকে একথাই বললেন মদন মিত্র।