জগদ্ধাত্রী রূপে পূজিত মা তারা - Ma Tara
🎬 Watch Now: Feature Video
ঋকবেদ বলেছে, "একং সদবিপ্রা বহুধা বদন্তি ৷" অর্থাৎ ঈশ্বর এক, পণ্ডিতেরা তাঁকে বহু নামে ডেকেছেন ৷ যজুর্বেদের এক ঋষির কথায় বলা যায় “ন তস্য প্রতিমা আস্তি” অর্থাৎ “সর্বশক্তিমান ঈশ্বরের কোনও মূর্তি নেই” ৷ বীরভূমের তারাপীঠে মা তারার মূর্তিতে তাই শুধু তারা রূপে পুজো হয় এমন নয় ৷ কিছুদিন আগে কালীপুজোয় কালীরূপে পূজিত হয়েছিলেন তারা মা ৷ এবার জগদ্ধাত্রী পুজোতেও তারা মা-কে পুজো করা হচ্ছে জগদ্ধাত্রী রূপে ৷ আজ ডাকের সাজে সজ্জিত তিনি ৷