লকডাউনে হাওড়া ব্রিজে নাকা চেকিং, দেখুন ভিডিয়োয়... - howrah
🎬 Watch Now: Feature Video
সপ্তাহে দুদিন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমতো আজ লকডাউনের দ্বিতীয় দিন । ভোর 6টা থেকে শুরু হয় লকডাউন । আগের দিনের মতোই হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং। হাওড়া স্টেশন, হাওড়া বাস টার্মিনালের পাশাপাশি হাওড়া ব্রিজে বিশেষ সর্তকতা লাগু করেছে জেলা প্রশাসন । বন্ধ রাখা হয়েছে সমস্ত বাজার এবং দোকানপাট । লকডাউনে দ্বিতীয় হুগলি সেতুর চেহারাটা কী রকম ? দেখুন ভিডিয়োয়...