আগামীকাল শুরু হচ্ছে লোকাল ট্রেন সার্ভিস, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি - শেষ মুহূর্তের প্রস্তুতি
🎬 Watch Now: Feature Video
প্রায় সাড়ে সাত মাস পর আবার চলবে লোকাল ট্রেনের চাকা । আগামীকাল থেকে ফের রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আপাতত যাত্রীদের জন্য মোট 696 টি লোকাল ট্রেন চালাবে রেল। যার মধ্যে 413 টি ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে, 202 টি হাওড়া স্টেশনে। বুধবার 11 নভেম্বর থেকে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ হাওড়া স্টেশন ও টিকিয়াপাড়া কারশেডে রাখা লোকাল ট্রেনগুলি তৈরি হচ্ছে যাত্রী পরিষেবার জন্য । যুদ্ধকালীন তৎপরতায় চলছে যন্ত্রাংশ মেরামতির কাজ । স্যানিটাইজ়েশনের কাজও চলছে। ট্রেনের আসনে লাল স্টিকার দিয়ে ক্রস মার্ক দেওয়া হচ্ছে । যাত্রীদের সেই অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে ৷ প্রত্যেকটি কামরায় বাংলা, হিন্দি ও ইংরেজিতে কোরোনা স্বাস্থ্যবিধি সংক্রান্ত পোস্টার লাগানো হচ্ছে ৷