Local train-Tractor Collision : ডায়মন্ড হারবার রেললাইনে ট্রাক্টরকে সজোরে ধাক্কা ট্রেনের - সংগ্রামপুর দেউলা রেল স্টেশনের মাঝে দুর্ঘটনা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 23, 2021, 8:25 AM IST

আজ ভোররাতে শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার রেললাইনের উপর ট্রাক্টরে সজোরে ধাক্কা ট্রেনের । শিয়ালদা দক্ষিণ শাখার সংগ্রামপুর ও দেউলা রেল স্টেশনের মাঝে লাইনের উপর আচমকা একটি ট্রাক্টর আটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে (Local train-Tractor Collision in Diamond Harbour) । দুর্ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও দ্রুতগতিতে ডায়মন্ড হারবার লোকালকে আসতে দেখে বিপদ বুঝে ট্রাক্টর ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচলেন ট্রাক্টরচালক । তবে ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে ট্রাক্টরটি । এর ফলে ডায়মন্ড হারবার-শিয়ালদহ গামী বেশকিছু লোকাল ট্রেনের সময়সীমার সাময়িক পরিবর্তন করা হয়েছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, সংগ্রামপুর ও দেউলা রেল স্টেশনের মাঝে এই জায়গাতে রেলগেট না থাকায় বারবার মানুষ, পশু, গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়, প্রাণ হারায় । রেলগেট ঘোষণার দাবিতে একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও সুরাহা হয়নি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.