আবেদনে সাড়া দেয়নি প্রশাসন, চাঁদা তুলে রাস্তা সংস্কার গ্রামবাসীদের - Murshidabad
🎬 Watch Now: Feature Video
বর্ষার জলে কার্যত পুকুরের চেহারা নিয়েছে রাস্তা । হাঁটুজল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে দীর্ঘদিন ধরে । বারবার বলেও নজর দেয়নি প্রশাসন । অবশেষে প্রশাসনের উপর আস্থা হারিয়ে চাঁদা তুলে রাস্তা সংস্কারে নামলেন স্থানীয় মানুষজন । ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাদিখাঁন দেয়ার এলাকার । সাদিখাঁন দেয়ার অঞ্চলের ষষ্ঠীতলা থেকে সব্জিহাট পর্যন্ত তিন কিমি রাস্তা সংস্কার করছেন স্থানীয় বাসিন্দারা । বাসিন্দাদের বক্তব্য, "বেহাল অবস্থা প্রশাসনের নজরে এনেও সুরাহা হয়নি । তাই আমরাই কাজে হাত লাগিয়েছি ।" সাদিখাঁন দেয়ার বাজার কমিটি ও সব্জিহাট মালিকদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তাটি চলাচলের উপযুক্ত করা হচ্ছে । রাস্তা সংস্কারে স্বেচ্ছায় চাঁদা দিয়ে সাহায্য করেছেন রিকশাচালক, টোটোচালক থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও ।