বহু ভাষায় সাহিত্য রচনা করে রেকর্ড আসানসোলের রোহিতের - আসালসোল
🎬 Watch Now: Feature Video
মাত্র ১৮ বছর বয়সে চার-চারটি ভাষায় সাহিত্য রচনা করে বহুভাষী লেখক হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডেস-এর খেতাব জিতলেন আসানসোলের তরুণ রোহিত প্রসাদ। ইতিমধ্যে হিন্দি, বাংলা, উর্দু ও ইংরেজিতে সাহিত্য রচনা করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি ৷ ইন্ডিয়া বুক অফ রেকর্ড ছাড়াও বিভিন্ন অনলাইন ভাষা সংস্থা তাঁকে কম বয়সী বহুভাষী কবি ও লেখক হিসেবে সম্মানিত করেছে । রোহিত বললেন, "শুধু নিজের নয়, অন্যের মাতৃভাষাকে শ্রদ্ধা করলে তবেই নিজের মাতৃভাষাকে প্রকৃত সম্মান জানানো হয়।