চা-বাগানের নালা থেকে উদ্ধার চিতাবাঘ - চা-বাগানের নালা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10238497-thumbnail-3x2-lll.jpg)
চা-বাগানের নালা থেকে উদ্ধার চিতাবাঘ। আলিপুরদুয়ারের বীরপাড়া চা বলয়ের দলমোড় চা বাগানের নালা থেকে উদ্ধার করা হয়েছে একটি বছর দেড়েক বয়সের জখম চিতাবাঘকে। তবে ঠিক কী কারণে ওই লেপার্ডটি জখম হয়েছে তা স্পষ্ট নয় বন দপ্তরের কাছে। বুধবার গভীর রাতে ওই আহত লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষকের দপ্তরে নিয়ে আসা হয়েছে। সেখানে আপাতত চিকিৎসা চলছে তার। আঘাত রয়েছে লেপার্ডটির চোখে। খনিক সুস্থ হওয়ার পর ওই চিতাবাঘকে ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।