ডুয়ার্সে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ - Leopard
🎬 Watch Now: Feature Video
বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ ৷ সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের তুলসিপাড়া চা বাগানের 2 ও ৩ নং সেকশনের মাঝে বনদপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছিল ৷ সোমবার সকালে বাগানে কাজ করতে এসে খাঁচাবন্দী চিতাবাঘটিকে লক্ষ্য করেন শ্রমিকরা ৷