বাম ছাত্র-যুব অভিযানে জলকামান-কাঁদানে গ্যাস : ভিডিয়ো - বাম ছাত্র-যুব অভিযানে জলকামান-কাঁদানে গ্যাস : দেখুন ভিডিয়ো
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4427333-thumbnail-3x2-nabanna.jpg)
বাম যুব ও ছাত্র সংগঠনের নবান্ন অভিযানকে ঘিরে উত্তপ্ত হাওড়ার বঙ্গবাসী মোড় ৷ মল্লিকা ফটকের কাছে মিছিল আটকায় পুলিশ ৷ মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ৷ বিক্ষোভকারীদের হঠাতে চালানো হয় জলকামান ও কাঁদানে গ্যাস । আহত হয়েছেন কয়েকজন বাম কর্মী ৷ কম খরচে পড়াশোনা, কর্মসংস্থান, সবার জন্য কাজ, বেকার ভাতার দাবিতে গতকাল সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক দেয় SFI ও DYFI ৷