কৃষি আইন বাতিলের দাবিতে বারাসতে ট্রাক্টর মিছিল বামেদের - Barasat CPIM
🎬 Watch Now: Feature Video
দিল্লির কৃষকদের ট্রাক্টর মিছিলের প্রতি সংহতি জানিয়ে উত্তর 24 পরগনাতেও ট্রাক্টর মিছিলে সামিল বামপন্থীরা ৷ মঙ্গলবার বিকেলে বারাসতের কাছারি ময়দান থেকে শুরু হয় এই ট্রাক্টর মিছিল। এই বিষয়ে বামপন্থী নেতা মহম্মদ সেলিম বলেন,"দিল্লিতে কৃষক আন্দোলন আজ 61 দিনে পড়ল । কনকনে ঠান্ডার মধ্যেও কৃষকরা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করে চলেছেন । আজ তাঁরা দিল্লিতে ট্রাক্টর মিছিলে সামিল হয়েছেন । তার প্রতি সংহতি জানিয়ে এদিন আমরাও ট্রাক্টর মিছিল করলাম । কেন্দ্রের কৃষি আইন বাতিল করতেই হবে । নাহলে আগামীতে আন্দোলন আরও তীব্র হবে ৷"