জলপাইগুড়িতে দীর্ঘক্ষণ ধরে চলল বামেদের রেল রোকো কর্মসূচি - জলপাইগুড়িতে দীর্ঘক্ষন ধরে চলল বামেদের রেল রোকো কর্মসূচি
🎬 Watch Now: Feature Video
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় রেল রোকো কর্মসূচি করল বাম দলগুলি ৷ জলপাইগুড়ি স্টেশন রোড, কাদোবাড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি সহ বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলে ৷ গতকাল দুপুরে ময়নাগুড়ি ভোটপাট্টি রেলওয়ে স্টেশনে এই আন্দোলন শুরু হয় ৷ আন্দোলনের জেরে আটকে যায় বিভিন্ন ট্রেন ৷ আন্দোলন আটকাতে ঘটনাস্থানে আসে আরপিএফ জওয়ান ও ময়নাগুড়ি থানার পুলিশ ৷ দীর্ঘ সময় ধরে এই আন্দোলন চলে ৷ এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য, কৃষক নেতা তথা প্রাক্তন সাংসদ জিতেন দাসসহ অন্যান্য ৷