লক্ষ্মীর আরাধনায় রাহুল সিনহা - রাহুল সিনহার বাড়িতে লক্ষ্মী পুজো
🎬 Watch Now: Feature Video
প্রতিবারের মতো এ বছরও বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন রাহুল সিনহা ৷ তবে কোরোনা সংক্রমণের এবার ছোটো করে আয়োজন করা হয়েছে বলে জানান তিনি ৷ বলেন, "আমরা নিজেরাই পুজো করি ৷ অন্য কাউকে দিয়ে করাই না ৷ মা লক্ষ্মী সকলের কল্যাণ করুক ৷ কোরোনা মহামারি থেকে মা সবাইকে মুক্তি দিক ৷ "