রাজ্যে 356 ধারা লাগুর সময় নিকটে চলে আসছে : রাহুল সিনহা - Rahul Sinha Comments on law and order situation of West Bengal
🎬 Watch Now: Feature Video
"জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ যদি এই অবস্থা চলতে থাকে তাহলে এ রাজ্যে 356 ধারা লাগু করার সময় খুব নিকটে চলে আসছে ৷ " রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন BJP নেতা রাহুল সিনহা ৷ রাজ্যের আইনশৃঙখলা নিয়ে রাজ্যপালের DG-কে তলব প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যপাল রাজ্যের যে কোনও বিষয়ে DG থেকে শুরু করে যে কোনও পর্যায়ের প্রশাসনিক প্রধানকে তলব করতেই পারে। তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷"
TAGGED:
BJP leader Rahul Sinha