Husband Extra Marital Affair: হাতেনাতে ধরা পড়ল স্বামীর পরকীয়া, প্রেমিকাকে মার স্ত্রী'র - আসানসোলের খবর
🎬 Watch Now: Feature Video
প্রেমিকাকে নিয়ে স্বামী উঠেছিলেন হোটেলে ৷ আর সেখানেই হানা দিয়ে স্ত্রী হাতেনাতে ধরে ফেললেন স্বামী ও তাঁর প্রেমিকাকে। তারপর মহিলা উত্তম-মধ্যম মেরে থানায় নিয়ে যায় প্রেমিকাকে (Husband Extra Marital Affaiar)। আসানসোলের বার্নপুর রোডের একটি হোটেলের ঘটনা। বার্নপুরের জনৈক ব্যবসায়ী মোহনলাল তাঁর প্রেমিকাকে নিয়ে বার্নপুর রোডে একটি হোটেলে উঠেছিলেন। মোহনলালের স্ত্রী গোপনসূত্রে খবর পেয়ে হানা দেয় হোটেলে। আর স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ল স্বামী মোহনলাল ও তাঁর প্রেমিকা। এরপর ওই মহিলাকে মারতে মারতে রাস্তায় টেনে নিয়ে আসেন মোহনলালের স্ত্রী। পরকীয়ায় অভিযুক্ত মহিলাকে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে নিয়ে যান তিনি।