Kurmi Samaj : কুড়মি সমাজের কালাদিবস পালন পুরুলিয়ায় - কুড়মি সমাজের কালাদিবস
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়া জেলার কুড়মি সমাজের মানুষরা আজকের দিনটা কালাদিবস হিসেবে পালন করলেন ৷ কালো রঙের পতাকা ও ব্যানার নিয়ে পুরুলিয়া শহর পরিক্রমা করেন কুড়মি সমাজের মানুষজন ৷ কিন্তু কেন এই দিনটি কালাদিবস হিসেবে পালন করা হল ? জেলার কুড়মি আন্দোলনের হোতা অজিতপ্রসাদ মাহাতো বললেন, "1950 সালের আজকের দিনে অর্থাৎ 6 সেপ্টেম্বর অনৈতিকভাবে আদিবাসী সম্প্রদায়ের তালিকা থেকে কুড়মিদের বাদ দেওয়া হয় ৷ তাই আমরা এই দিনটিকে কালাদিবস হিসেবে পালন করে সেই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷"