বৃষ্টিতে ফুঁসছে কোপাই-সহ একাধিক নদী - kankalitola mandir
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12629053-thumbnail-3x2-kopai.jpg)
দিন রাত টানা বৃষ্টিতে কার্যত ফুঁসছে বীরভূম জেলার নদ-নদীগুলি। কোপাই, অজয়, কুয়ে, দ্বারকা, ময়ূরাক্ষী প্রভৃতি নদ-নদীগুলিতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। নদীর জলে প্লাবিত হয়ে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে বীরভূম প্রশাসন কোনো পদক্ষোপ নেয়নি। অন্যদিকে, কার্যত জলের তলায় সতীর 51 পীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির। এভাবে আরও কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হলে নদী তীরবর্তী বসতি এলাকাগুলি প্লাবিত হতে পারে।