"মন্ত্রিত্বের লোভ কেন?" নাম না করে শুভেন্দুকে কটাক্ষ কল্যাণের - শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9527795-thumbnail-3x2-kalyan.jpg)
শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর ৷ উত্তরপাড়ার পর বৃহস্পতিবার হুগলি জেলার বলাগড় বিধানসভার বলাগড় ব্লক জুড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন জনবহুল এলাকায়। শুভেন্দুর নাম না করে এই নিয়ে বিভিন্ন কর্মীসভায় কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাঝ্য়ায়।তিনি বলেন "কেউ যদি BJP-তে চলে যেতে চায়, কংগ্রেসে ও CPI(M)-এ চলে যেতে চায় তাকে সম্মান করব। কিন্তু তৃণমূলে থেকে "দাদার অনুগামী" বলে বেইমানি করলে, তাকে দাদার বাড়ির পাশের বাড়িতে থাকতে হবে ৷ তার জায়গা শ্রীরামপুর লোকসভা এলাকায় নয়। দল থেকে যারা যত পেয়েছে তারা তত বেইমানি করেছে। কী যোগ্যতা ছিল, যে ভারতবর্ষের ক্যাবিনেট মিনিস্টার হওয়া যায় ।" এরপরই তিনি মুকুল রায়কে সমালোচনা করে বলেন," কী যোগ্যতা ছিল,ইংরেজি বলে "আই ডাজ় নট নো" তিনি ভারতবর্রষের রেলমন্ত্রী হয়েছিলেন ।" এরপরেই শুভেন্দু অধিকারীকে পরোক্ষে কটাক্ষ করে বলেন, "48 ঘণ্টা হয়ে গেল তারপরও মন্ত্রিত্বের লোভ কেন? এখনো নিশ্চই এ্যাসিওরেন্স আসেনি। মুখ্যমন্ত্রী হবে না উপ মুখ্যমন্ত্রী। এটাও লিখে দিলাম, দেবে না।" বৈদ্যবাটি RMC-র হলে দলীয় সভায় আজ এই কথা বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷