Durgapur Kalpataru Mela : বিলম্বিত বোধোদয় ! শুরু হওয়া ঐতিহ্যবাহী কল্পতরু মেলা বন্ধ করল প্রশাসন - kalpataru mela 2022
🎬 Watch Now: Feature Video
রাজ্যজুড়ে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতেই 1 জানুয়ারি দুর্গাপুরে শুরু হয় ঐতিহ্যবাহী কল্পতরু মেলা (Durgapur Kalpataru Mela) ৷ অত্যধিক ভিড় হওয়ার জেরে বুধবার বিকালে দুর্গাপুরের মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা এবং প্রশাসনের আধিকারিকরা মেলা বন্ধের নির্দেশ দেন কমিটিকে । তারপরেই বন্ধ করে দেওয়া হয় কল্পতরু মেলা (kalpataru mela 2022) ৷