কালীঘাট প্রাইভেট লিমিটেডে 2 জন পার্টনারই থাকবেন : সায়ন্তন - aitmc
🎬 Watch Now: Feature Video
কালীঘাট প্রাইভেট লিমিটেডের দু'জন পার্টনারই থাকবেন । তাঁরা হলেন পিসিমণি ও ভাইপো । তৃণমূল দলে একের পর এক নেতা, বিধায়ক, মন্ত্রীর বিদ্রোহ প্রসঙ্গে বারাসতে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু । বিদ্রোহ নেতাদের মধ্যে কতজন বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে ? তাঁর তালিকা কতজনের ? সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি আর পাঁচজনের মতো পাঁজি দেখে গণনা করি না । তবে সংখ্যার তালিকা অনেক । ভবিষ্যতে তৃণমূলের পরিস্থিতি কী হয়, দেখতে পাবেন ।"