তৃণমূলকে ভ্যাকসিন চোর বলায় কৈলাসকে অশিক্ষিত বললেন কাকলি - কৈলাস বিজয়বর্গীয়
🎬 Watch Now: Feature Video
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে অশিক্ষিত বলে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । রবিবার বিকেলে বারাসত রথতলার মাঠে বঙ্গ জননীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি । সেখান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "উনি (কৈলাস বিজয়বর্গীয়) অশিক্ষিত বলেই অসুখ ও রোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন ।" সম্প্রতি কৈলাস বিজয়বর্গীয় বলেন, "তৃণমূল আগে চাল চোর ছিল । এখন ভ্যাকসিন চোর হবে ৷" এইসঙ্গে সৌমিত্র খাঁ-কে কাকলির তোপ, "ওঁর বাড়ি থেকে লোক পালিয়ে গেছে তো, ওঁর মাথা খারাপ হয়ে গেছে ৷"